শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: ভোট পরবর্তী হিংসাতে রক্তাক্ত মুর্শিদাবাদ, আহত কমপক্ষে ১০

Pallabi Ghosh | ০৮ মে ২০২৪ ১৪ : ৩১Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ভোট মিটতেই নির্বাচন পরবর্তী হিংসায় রক্তাক্ত হল মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার রানিতলা এবং ইসলামপুর থানা এলাকায় রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদেরকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সিপিআইএম-এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, "গতকাল মুর্শিদাবাদ জেলাতে মোটামুটি শান্তিপূর্ণ এবং রক্তপাতবিহীনভাবেই নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূলের পরাজয় নিশ্চিত জানার পরেই বুধবার সকাল থেকে তারা মারমুখি হয়ে উঠেছে।"
তিনি বলেন, "রানিতলা থানার হোসনাবাদ এলাকায় গতকালকে রাজীব শেখ এবং তার পরিবারের সদস্যরা বামেদের হয়ে ভোট করেছিল এবং নির্বাচনী কাজকর্ম পরিচালনা করেছিল। সেই আক্রোশ থেকে বুধবার সকালে ওই এলাকার তৃণমূল নেতা আসগর শেখ, আপেল শেখ, কামিরুল শেখের নেতৃত্বে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আজ রাজীবের বাড়িতে ছররা গুলি চালায়। এই ঘটনায় রাজীব শেখ ছাড়াও তার পরিবারের তিন নাবালক সদস্যের গায়ে ছররা গুলির আঘাত লাগে।"
জামির আরও বলেন, "রক্তাক্ত অবস্থায় রাজীব পড়ে গেলে ওই গ্রামেরই বাসিন্দা মহিম শেখ এবং আরও একজন ব্যক্তি তাদেরকে উদ্ধার করতে যান। সেই সময় তৃণমূল দুষ্কৃতীরা ওই দুই ব্যক্তিকে মারধর করে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। তারাও বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি দিয়েছে এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না।"য়
জামির জানান, "গতকালকে ইসলামপুর থানার মুক্তারপুর গ্রামে বামেদের হয়ে ভোট করার জন্য তনুজা বিবি নামে এক মহিলাকে আজ সকালে হাঁসুয়া দিয়ে মারধর করা হয়েছে। তনুজা বিবিও বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।"
অন্যদিকে মঙ্গলবার ভোট শেষের পর রানিতলা থানার ডিহিপাড়া গ্রামে বাবলু শেখ নামে এক তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো বাম-কংগ্রেস জোট সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ মঙ্গলবার রাত ১১টার পর বাবলু-র বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে সফি শেখ এবং আরজান শেখ নামে পরিবারের আরও দুই সদস্য। আহতরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
যদিও রানিতলার গুলি চালানোর ঘটনার সাথে রাজনীতির কোনও যোগাযোগ নেই বলে দাবি করেছেন ভগবানগোলা -২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রউফ। তিনি বলেন, "ওই এলাকায় একটি নর্দমা তৈরি করা নিয়ে আজ সকালে দুটি পরিবারের মধ্যে গন্ডগোল হয়েছে। সেই সময় এক পক্ষ গুলি চালিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনার সাথে রাজনীতির কোনও যোগাযোগ নেই।"
জেলা পুলিশের এক শীর্ষ কর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, রানিতলা থানা এলাকায় গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের রয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আর নয় ভাত-খিচুড়ি, স্বাদ বদলাতে মিড ডে মিলে পড়ুয়াদের জন্য চাইনিজ মেনু চালু করল স্কুল...

মুর্শিদাবাদে জাল আধার কার্ড সহ ধৃত ৩ বাংলাদেশি, পাওয়া গেল মালদা যোগ...

সিলিং ফ্যানে ঝুলছে মহিলার দেহ, অচৈতন্য দুই সন্তান, রোমহষর্ক ঘটনায় তোলপাড় শিবপুর...

বছর শেষের আগে ধেয়ে আসছে হাড়কাঁপানো শীত? বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর...

নতুন বছরের ছুটিতে ঘুরে আসতে পারেন এই গ্রামে, মন যাবে জুড়িয়ে...

প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...

নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...

নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...

কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...

অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...

অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...

কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...

নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...

বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...

মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



05 24